হোম

৩৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক-আইএমএফ

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ বহুপাক্ষিক উন্নয়ন সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে ৩৫০ কোটি ডলারের ঋণ পেতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যৌথভাবে এই অর্থ জুন মাসের মধ্যেই বাংলাদেশকে প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে ডলারের বিনিময় হার নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছিল। সংস্থাটির প্রধান শর্ত ছিল বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার কার্যকর করা। এই শর্ত পূরণে বিলম্ব হওয়ায় আইএমএফ ঋণের কিস্তি সাময়িকভাবে স্থগিত রেখেছিল। তবে সম্প্রতি বাংলাদেশ শর্ত পূরণে সম্মত হওয়ায় আইএমএফ একসঙ্গে দুটি কিস্তি ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে।

এই পরিপ্রেক্ষিতে গভর্নর আহসান এইচ মনসুর ঘোষণা দেন, আজ থেকেই বাজারভিত্তিক বিনিময় হার চালু করা হচ্ছে। তার ভাষায়, “রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক, রিজার্ভে স্থিতিশীলতা এসেছে, এবং লেনদেন ভারসাম্য উন্নত হয়েছে। এ অবস্থায় বাজারভিত্তিক বিনিময় হার বাস্তবায়নের জন্য এটি উপযুক্ত সময়।”

তিনি জানান, বাজারের চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করেই এখন থেকে ডলারের দাম নির্ধারিত হবে। এই নীতির বাস্তবায়নের ফলে বিনিময় হারে অনিশ্চয়তা কমবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন গভর্নর।

বিশ্লেষকদের মতে, বাজারভিত্তিক বিনিময় হার চালুর সিদ্ধান্ত বাংলাদেশের আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তবে তারা সতর্ক করে দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করা না হলে বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বব্যাংক ও এডিবির ঋণ কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ অর্থ মূলত বাজেট সহায়তা, বৈদেশিক রিজার্ভ জোরদারকরণ এবং স্থিতিশীল মুদ্রানীতির সহায়তায় ব্যবহার করা হবে।

মতামত দিন