প্রতিশোধ নয়, জনসেবা বিএনপির রাজনীতির উদ্দেশ্য: তারেক রহমান
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপি প্রতিশোধ নয় বরং দেশের কল্যাণ ও জনগণের সেবা করতেই রাজনীতি করে। বুধবার রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমাদের রাজনীতির উদ্দেশ্য কখনোই প্রতিহিংসা নয়, বরং মানুষের ভাগ্য পরিবর্তন।”তারেক রহমান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই কর্মসূচি শুধু কেন্দ্রীয় ঘোষণায় সীমাবদ্ধ রাখলে চলবে না, তা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে হবে। জনগণ যদি বুঝতে পারে বিএনপি তাদের জন্য কী করতে চায়, তবে সব ষড়যন্ত্র ভেস্তে যাবে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপির বিরুদ্ধে নানা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। এসব মোকাবিলায় দলের ভেতর ঐক্য আরও দৃঢ় করতে হবে। “জনগণের মধ্যে বিএনপির প্রতি যে আস্থা রয়েছে, তা ধরে রাখতে হবে এবং সেই আস্থাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে,” বলেন তিনি।
তারেক রহমান বারবার স্মরণ করিয়ে দেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের মঙ্গল ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য। “ক্ষমতা আমাদের গন্তব্য নয়, জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান শক্তি,” মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এখন সময় এসেছে অদৃশ্য প্রতিপক্ষকে চিহ্নিত করে গণতান্ত্রিক উপায়ে তাদের মোকাবেলা করার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভা শেষে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তারা দেশের মানুষকে রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সম্পৃক্ত করেন। “জনগণকে সঙ্গে রাখলে কোনো ষড়যন্ত্র বিএনপিকে রুখতে পারবে না,” বলেন তিনি।
এ বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার দিকনির্দেশনা দেন এবং দলকে আরও গণমুখী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত দিন