বাড়ল সয়াবিন তেলের দাম, ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ
আলম সিকদার ॥ তিন দফা বৈঠকের পর সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা ভোক্তাদের জন্য আরও চাপের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ট্যারিফ কমিশনের প্রতিনিধি, ভোজ্যতেল আমদানি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বৈঠক শেষে সাংবাদিকদের শেখ বশিরউদ্দিন জানান, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। একই সঙ্গে পাঁচ লিটারের বোতলের দাম ৭০ টাকা বেড়ে ৮৫২ টাকা থেকে দাঁড়িয়েছে ৯২২ টাকায়।
এছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বেড়ে হয়েছে ১৬৯ টাকা, যেখানে পূর্বের দাম ছিল ১৫৭ টাকা। এমনকি খোলা পাম তেলের দামও বেড়েছে।
ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানের সংগঠন গত ২৭ মার্চ ট্যারিফ কমিশনে দাম বৃদ্ধির প্রস্তাব দেয়। তাদের দাবি ছিল বোতলজাত সয়াবিনে ১৮ টাকা এবং খোলা তেলে ১৩ টাকা বৃদ্ধির। সংগঠনটি যুক্তি দেয়, আমদানি পর্যায়ে যে শুল্ক ও কর মওকুফের সুবিধা ছিল, তার মেয়াদ শেষ হয়ে গেছে ৩১ মার্চ। ফলে নতুন করে আমদানি ব্যয় বেড়েছে, যা মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে তারা তুলে ধরেন।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকলেও দেশের বাজারে এমন মূল্যবৃদ্ধি ভোক্তাদের জন্য অস্বস্তিকর।
বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ ফোরামের এক প্রতিনিধি বলেন, “সরকার যদি ভোক্তাদের স্বার্থে ভর্তুকি বা বিকল্প আমদানি উৎসের ব্যবস্থার মতো পদক্ষেপ নিত, তবে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পেত।”
সরকারি পক্ষ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে মূল্য পুনর্বিবেচনা করা হবে।
এদিকে হঠাৎ করে এমন দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানীর এক বাসিন্দা রাশেদা খাতুন বলেন, “বাজারে সবকিছুর দাম এমনিতেই বাড়তি, তার ওপর তেলের দাম এভাবে বাড়লে মাস চালানো কঠিন হয়ে পড়বে।”
ভোক্তাস্বার্থ সংরক্ষণকারী সংগঠনগুলো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যেন ভবিষ্যতে দাম নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা হয় এবং ভোক্তাদের কণ্ঠস্বর বিবেচনায় নেওয়া হয়।
মতামত দিন