রাজনীতি

ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভে উত্তাল নয়াপল্টন

ডেস্ক রিপোর্ট ॥ আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। তাদের দাবি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে অবিলম্বে পূর্ণাঙ্গ করতে হবে। মিছিলে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত কমিটির বহু নেতা, আন্দোলনের অভিজ্ঞ কর্মী এবং বিভিন্ন ইউনিটের সাবেক নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন আন্দোলনরত কয়েকজন ছাত্রনেতা। তারা জানান, বর্তমান কেন্দ্রীয় কমিটিতে আন্দোলন সংগ্রামের প্রথম সারির বহু পরীক্ষিত নেতাকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, দীর্ঘ সময় রাজপথে সক্রিয় থাকা নেতা-কর্মীদের অদৃশ্য কারণে উপেক্ষা করা হয়েছে, যার পেছনে ব্যক্তিগত আক্রোশ কিংবা অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব রয়েছে বলে তারা মনে করেন।

তারা অভিযোগ করেন, ছাত্রদলের বর্তমান কমিটি ঘোষণার প্রায় এক বছর অতিক্রান্ত হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়নি। এর ফলে সারাদেশে ইউনিটগুলো কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে। তারা মনে করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করেই একটি কার্যকর ও গ্রহণযোগ্য কমিটি গঠন করা না হলে ছাত্রদলে ভাঙন ও অসন্তোষ আরও বাড়বে।

বিক্ষোভকারী ছাত্রনেতারা আরও জানান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল চলতি মাসের ২২ তারিখে লন্ডনে যাচ্ছেন। তার বিদেশযাত্রার আগেই পদবঞ্চিতরা পূর্ণাঙ্গ কমিটির দাবি আদায়ের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত চান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টনে বাড়তি পুলিশি নজরদারি লক্ষ্য করা যায়, তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মতামত দিন