হজ ২০২৫: সৌদির নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি শুরু
ধর্ম ডেস্ক ॥ চলতি বছরের হজ মৌসুমে মুসলিম বিশ্বকে সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে অভূতপূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব সরকার। পবিত্র হজ পালনকে কেন্দ্র করে মক্কা ও মদিনায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত প্রায় ২০ লক্ষাধিক মুসলমান যেন নির্বিঘ্নে ও নিরাপদে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যে একযোগে কাজ করছে একাধিক সরকারি-বেসরকারি সংস্থা।বিমানবন্দর ও স্থলবন্দরে আগত হজযাত্রীদের দ্রুত সেবা প্রদানের জন্য স্বাস্থ্য, কাস্টমস ও ইমিগ্রেশন বিভাগে বাড়ানো হয়েছে জনবল। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৩২ হাজার চিকিৎসাকর্মী ও ৮ হাজার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায়।
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে পরিচ্ছন্নতা কার্যক্রমও বহুগুণে বাড়ানো হয়েছে। দিনে একাধিকবার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে সকল স্থান। হজযাত্রীদের সচেতন করতে চালু করা হয়েছে বিভিন্ন ভাষায় নির্দেশনা প্রচার—টিভি স্ক্রিন, মাইকে ঘোষণা এবং লিফলেটের মাধ্যমে।
নারী হজযাত্রীদের জন্য আলাদা নামাজ ও বিশ্রাম সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইসলামিক শিক্ষা ও হজ সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর দিতে খোলা হয়েছে হেল্পডেস্ক।
মিনা, মুজদালিফা ও আরাফাতে যাতায়াতের জন্য আগেই প্রস্তুত রাখা হয়েছে বাস ও ট্রেন সার্ভিস। তাঁবু স্থাপন, খাবার ও পানির সরবরাহ নিশ্চিত করতে সৌদি হজ মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট এবং স্বেচ্ছাসেবক দল একযোগে কাজ করছে।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ সচেতনতায়। হজযাত্রীদের প্লাস্টিক ব্যবহার কমাতে উৎসাহ দেওয়া হচ্ছে এবং বিতরণ করা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী। মানুষের ভিড় নিয়ন্ত্রণ ও গমনাগমন সহজ করতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
সৌদি হজ মন্ত্রণালয় জানায়, “এবারের হজ ব্যবস্থাপনায় আমাদের অগ্রাধিকার হলো—নিরাপত্তা, স্বাস্থ্য ও ইবাদতের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।” মুসলিম বিশ্বের জন্য পবিত্র এই হজ মৌসুমে সৌদি আরবের এমন প্রস্তুতি বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে।
মতামত দিন