হোম

হজের খুতবায় ঐক্য ও তাকওয়ার আহ্বান শায়খ সালেহর

ডেস্ক রিপোর্ট ॥ হজের খুতবায় মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা মুসলমানদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করতে নিষেধ করেছেন এবং সংহতির ওপর গুরুত্ব দিয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন, ৮ জিলহজ) আরাফার ময়দানে মসজিদে নামিরায় লাখ লাখ হাজির সামনে তিনি এই খুতবা প্রদান করেন।

‘হারামাইন শরিফাইন’ নামের ওয়েব পোর্টাল থেকে জানা গেছে, খুতবায় শায়খ সালেহ বিন হুমাইদ বলেন, ঈমানদারদের উচিত তাকওয়া অবলম্বন করা এবং আল্লাহর ভয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া। তিনি আরও বলেন, শয়তান মুসলমানদের জন্য প্রকাশ্য শত্রু, তাই তার প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে মুসলিমদের উচিত একে অপরের পাশে থাকা এবং দ্বীন ইসলামের ওপর সুদৃঢ় থাকা।

শায়খ বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানবজাতির কল্যাণের জন্য প্রেরিত হয়েছে। তিনি ক্ষমার গুণাবলির প্রশংসা করে বলেন, ‘যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো, তবে আল্লাহ তোমাকে তাঁর বন্ধু হিসেবে গ্রহণ করবেন।’ তিনি সৎকর্মের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘নেক আমল পাপসমূহ মুছে দেয়’, এবং রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস উদ্ধৃত করে বলেন, ‘আল্লাহর এবাদত এমনভাবে করো যেন তুমি তাঁকে দেখছ।’

তিনি ইসলাম ধর্মের তিনটি স্তর – ইসলাম, ঈমান ও ইহসান – ব্যাখ্যা করেন এবং বলেন, ইহসান হলো ইসলামের সর্বোচ্চ স্তর। পাশাপাশি, পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার, প্রতিশ্রুতি রক্ষা, নম্রতা, ও লজ্জাশীলতাও ঈমানের গুরুত্বপূর্ণ দিক।

হজের গুরুত্ব তুলে ধরে শায়খ বলেন, এ সময় বেশি বেশি আল্লাহর জিকির করা উচিত, দোয়া করা উচিত এবং দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণ প্রার্থনা করা উচিত। তিনি বলেন, ‘নেক কাজে একে অপরকে সাহায্য করো এবং মন্দ কাজে বাধা দাও’—এটাই ইসলামের প্রকৃত শিক্ষা।

এই খুতবা মুসলিম উম্মাহর জন্য এক মূল্যবান দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ, বিভক্তি ও মতবিরোধের এই সময়ে একতা ও তাকওয়ার এই আহ্বান বিশ্ব মুসলিম সমাজকে আত্মসমালোচনা ও আত্মসংযমের দিকে আহ্বান জানায়।

বিশ্লেষকরা মনে করছেন, শায়খ সালেহ বিন হুমাইদের খুতবা শুধু হজযাত্রীদের জন্যই নয়, বরং বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে সৌহার্দ্য, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে বড় ভূমিকা রাখবে।

মতামত দিন