সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরল বিচারপতি অপসারণ ক্ষমতা
ডেস্ক রিপোর্ট ॥ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার (৫ জুন) এক ঐতিহাসিক পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে, যেখানে বিচারপতি অপসারণের ক্ষমতা আবারো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের (এসজেসি) হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ৫০ পৃষ্ঠার এই রায়ে পূর্ববর্তী হাইকোর্ট বিভাগের রায় বাতিল করে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।২০১৬ সালে হাইকোর্ট সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে, যার মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছিল। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও আপিল বিভাগ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে। পরবর্তীতে ২০১৭ সালের ১ আগস্ট প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানায় যে, বিচারপতিদের অপসারণের একমাত্র ভিত্তি হবে "অসদাচরণ বা অসামর্থ্য", এবং এটি বাস্তবায়ন করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
সরকার ২০১৭ সালের ২৪ ডিসেম্বর একটি রিভিউ পিটিশন দাখিল করে, যেখানে ষোড়শ সংশোধনী পুনর্বহাল এবং এসজেসি বাতিলের যুক্তি উপস্থাপন করা হয়। তবে সুপ্রিম কোর্ট এই আবেদন নাকচ করে দেয়, ফলে বিচারপতিদের অপসারণে সংসদের নিয়ন্ত্রণ আর থাকছে না। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বায়ত্তশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করবে এবং শাসনব্যবস্থায় ভারসাম্য রক্ষা করবে।
রায়ে এক পর্যায়ে উল্লেখ করা হয়েছিল যে, ষোড়শ সংশোধনীতে কিছু রাজনৈতিক উদ্দেশ্য ছিল, বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটাক্ষ করে ক্ষমতাসীনদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই রায় বাতিল হওয়ায় সেই বিতর্কিত দিকগুলোও গুরুত্ব হারিয়েছে।
আইন বিশ্লেষকরা বলছেন, এই রায় বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
এই বিষয়ে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত দিন