হোম

ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন পাঠ্যক্রম, কঠোর শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট ॥ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে নতুন শিক্ষাক্রম। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বুধবার (৪ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ার এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। সভায় শিক্ষা উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই তিনি কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করেছেন। বিশেষ করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা আংশিক পূরণ হয়েছে। ভবিষ্যতে এসব নিয়োগ আরও নিয়মতান্ত্রিক করতে উচ্চ পর্যায়ের প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “৭ মার্চ থেকে দায়িত্ব নিয়ে আমি চেষ্টা করছি ন্যায়ের ভিত্তিতে কাজ করতে এবং মৌলিক দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।” এসএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এবারের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কোনো প্রশ্নফাঁস বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা পরীক্ষার পরিবেশ সুশৃঙ্খল রাখার ক্ষেত্রে মন্ত্রণালয়ের সফলতার প্রমাণ।

শিক্ষা অবকাঠামো উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৯৫৭ কোটি টাকা, যার মাধ্যমে ৬২টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি চলমান রয়েছে ১ হাজার ৫১৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া।

বই ছাপা নিয়ে কিছু অভিযোগ থাকলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জানান, “এ বছর ৮০ শতাংশ বই মানসম্মতভাবে ছাপা হয়েছে, তবে ২০ শতাংশ কিছুটা নিম্নমানের ছিল। পরবর্তী বছর থেকে উন্নতমানের কাগজে বই ছাপা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।”

শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বর্তমানে শিক্ষকদের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ সমীচীন নয়। ভবিষ্যতে এ বিষয়ে রাজনৈতিক সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

মতামত দিন