হোম

শেখ হাসিনার সাবেক প্রেস সচিব ডিবি'র হাতে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে শনিবার (১০ মে) গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু এবং কৃষক লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানমকে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেন, তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আশরাফ সিদ্দিকী বিটু ২০১৭ সালে সহকারী প্রেস সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেন। পরে ২০২১ সালে তার মেয়াদ তিন বছর বাড়ানো হলেও তিনি ২০২২ সালে পদত্যাগ করেন। নানা গুঞ্জনের পর, অবশেষে তার এই গ্রেফতার রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, কৃষক লীগের নেত্রী এবং সাবেক এমপি শামীমা আক্তার খানমের গ্রেফতারিকে তার রাজনৈতিক ক্যারিয়ারের ওপর একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও আইনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই দুই রাজনীতিকের গ্রেফতারের পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের দাবি, এ গ্রেফতারগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের পেছনে থাকা ‘মূল পরিকল্পনাকারীদের’ আইনের আওতায় আনার অংশ।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব গ্রেফতার দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এ বিষয়ে এখনো তদন্ত চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন