হোম

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোল প্রক্রিয়া শুরু

ডেস্ক রিপোর্ট ॥ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক আইনি সহযোগিতা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “যেহেতু বিষয়টি আন্তর্জাতিক আইন ও সহযোগিতার সঙ্গে জড়িত, তাই ইন্টারপোলের মাধ্যমে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করেও কাজ চলছে।”

বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কীভাবে নিরাপত্তা বলয় অতিক্রম করে থাইল্যান্ডে পাড়ি জমালেন, সে বিষয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের রিপোর্ট শিগগির প্রকাশ করা হবে।

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের আগে কোনো নিষেধাজ্ঞা জারি হয়েছিল কিনা—এই প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো নির্দিষ্ট নির্দেশনা এসেছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে তদন্তে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামা ছাত্র-জনতার আন্দোলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা বলেন, “আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও, জনভোগান্তির বিষয়টি মাথায় রাখা জরুরি। দাবি আদায়ে শান্তিপূর্ণ এবং আইনগত পন্থাও গুরুত্বপূর্ণ।”

তিনি দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার সবকিছু আইনের আওতায় এনে, জনস্বার্থ বিবেচনায় এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

মতামত দিন