শান্তিনগরে শপিং মলে ভয়াবহ আগুন, আটকে পড়েছে বহু ক্রেতা-বিক্রেতা
নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর শান্তিনগরে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে খবর পৌঁছালে দ্রুত ঘটনাস্থলে প্রথমে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় আরও পাঁচটি ইউনিট যোগ করা হয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন নিচতলায় লাগলেও দ্রুত তা অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার কারণে ভবনের ভেতরে আটকে পড়া ক্রেতা ও দোকানদারদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয়েছে পুলিশ, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা। উদ্ধার কাজে সহায়তা ও আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের জন্য কয়েকটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে শপিং মলের আশপাশে জনসাধারণের চলাচল সীমিত করে দিয়েছে পুলিশ।
এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের প্রস্তুতি নিচ্ছে ফায়ার সার্ভিস।
মতামত দিন