হোম

রাজনৈতিক মামলা প্রত্যাহারে বড় উদ্যোগ সরকারের

ডেস্ক রিপোর্ট ॥ দেশজুড়ে চলমান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ছয় মাসের মধ্যে প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, এই উদ্যোগের ফলে হাজার হাজার নিরপরাধ নাগরিক ন্যায়বিচার ও সম্মান ফিরে পাবেন।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, এরই মধ্যে প্রায় ১২ হাজার মামলার বিরুদ্ধে সুপারিশ করা হয়েছে, যার প্রভাব পড়বে অন্তত তিন লাখ মানুষের জীবনে। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক হয়রানির শিকার মানুষদের সুরাহার জন্য কাজ করছি। এই উদ্যোগ সুবিচার প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ।”

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ড. আসিফ নজরুলের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রণালয় কমিটি ইতোমধ্যে ১৬টি বৈঠকের মাধ্যমে ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এগুলো মূলত বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক কর্মীদের দমন করতে দায়ের করা হয়েছিল। মামলাগুলোর যাচাই-বাছাইয়ে জেলা পর্যায়ের কমিটি ও সলিসিটর শাখার সহায়তা নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় বলছে, প্রত্যাহারযোগ্য মামলার প্রাথমিক তালিকা দলগুলো থেকেই সংগ্রহ করা হচ্ছে। তবে এই তালিকার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন এফআইআর ও চার্জশিট যুক্ত না থাকায় প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। বিএনপি চলতি বছরের জানুয়ারিতে ১৬ হাজার মামলার তালিকা দিয়েছে এবং জামায়াতে ইসলামী ১ হাজার ২০০টি মামলা চিহ্নিত করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশও ২০ মে ৪৪টি মামলার তালিকা জমা দিয়েছে।

আইন উপদেষ্টা আরও বলেন, “দলগুলো যদি দ্রুত প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করে, তাহলে প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।” সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি ইতিবাচক প্রয়াস।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, একটি দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অবিচার ও সংকটের নিরসন সম্ভব হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন