বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করলেন রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট ॥ অনিয়মের অভিযোগে আলোচিত হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর ফলে বিচার বিভাগে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর আগে ৩১ আগস্ট অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো অবস্থায় তিনি পদত্যাগপত্র জমা দেন।
বিচারপতি আক্তারুজ্জামান আলোচনায় আসেন মূলত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেওয়ার পর। পরবর্তীতে তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের অভিযোগ ওঠে।
২০২৩ সালের অক্টোবরে আরও ১১ বিচারপতির সঙ্গে তাকেও ছুটিতে পাঠানো হয়। পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
কাউন্সিলের চূড়ান্ত শুনানি শেষে আক্তারুজ্জামান পদত্যাগ করেন। বিচারপতি অপসারণে পুনরুজ্জীবিত কাউন্সিলের এ সিদ্ধান্ত বিচার বিভাগের শুদ্ধি অভিযানের প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বিচার বিভাগের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করার দিকেও গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।
মতামত দিন