বিআরজেএ’র প্রতিবাদ: সাংবাদিক হত্যা ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি
নিজস্ব প্রতিবেদক ॥ সাম্প্রতিক সময়ে দেশে সাংবাদিকদের ওপর ঘটে যাওয়া হামলা ও হত্যার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চরম উদ্বেগের সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয় তুলে ধরেন।বিবৃতিতে বলা হয়, ৩১ আগস্ট খুলনায় একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাসহ সম্প্রতি বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে ফেলে। নেতৃবৃন্দ দ্রুত এই হত্যাসহ সকল হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
বিআরজেএ’র নেতারা বলেন, সাংবাদিকরা অতীতে কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নোয়েনি এবং ভবিষ্যতেও তা করবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে স্বাধীন সংবাদমাধ্যম এবং গণতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
গত ২৭, ২৯ ও ৩০ আগস্ট ঢাকার বিভিন্ন এলাকায় সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। জাতীয় প্রেস ক্লাব, কাকরাইল এবং মতিঝিল এলাকায় সাংবাদিকরা গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত শাস্তির দাবি করছে।
মতামত দিন