হোম

নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক সিইসি'র

ডেস্ক রিপোর্ট ॥ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এক অভূতপূর্ব বক্তব্যে দাবি করেছেন, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন কখনোই সুষ্ঠু হয়নি এবং ভবিষ্যতেও সম্ভব নয়, যদি না মৌলিক রাজনৈতিক সংস্কার সাধন করা যায়। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

দুপুর দেড়টার দিকে আদালতে হাজির হয়ে তিনি বলেন, “শেখ মুজিবুর রহমানও ক্ষমতার মোহ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। তার সময়েও নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। ১৯৭৩ সালের নির্বাচনেও মানুষকে রাস্তায় আটকে রেখে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছিল।” তিনি আরও বলেন, “এমনকি এক হাজার বছরেও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যদি না রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়।”

হাবিবুল আউয়ালের এ বক্তব্য আদালত কক্ষে উপস্থিত অনেককে চমকে দেয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৩ জুন সাবেক আরেক সিইসি কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয় মগবাজার থেকে, ২৫ জুন রাতে।

বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে সরকারপন্থী ভূমিকা পালন করেছে। অভিযোগে আরও বলা হয়, এই কমিশন ভয়ভীতি প্রদর্শন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মামলাটিতে পরবর্তীতে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করা হয়েছে। এতে তিন সাবেক নির্বাচন কমিশনার ছাড়াও পাঁচজন সাবেক পুলিশ মহাপরিদর্শককে আসামি করা হয়েছে।

হাবিবুল আউয়ালের এই বক্তব্য ও মামলার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে, এই বক্তব্য দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতা এবং নির্বাচন কমিশনের কাঠামোগত দুর্বলতাকে উন্মোচন করেছে। অনেকে বলছেন, এমন বক্তব্য নির্বাচনী ব্যবস্থার প্রতি জনআস্থাকে আরও দুর্বল করবে এবং রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা নতুনভাবে সামনে আনবে।

মতামত দিন