হোম

ধেয়ে আসছে ‘রিমঝিম’, তীব্র গরমে স্বস্তি ॥ বন্যার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট ॥ গত কয়েকদিন ধরে দেশজুড়ে বিরাজ করছে তীব্র তাপপ্রবাহ। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে অসহনীয় গরমে। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যার নাম দেওয়া হয়েছে ‘রিমঝিম’।

বিডব্লিউওটির তথ্যমতে, এটি চলতি বছরের ষষ্ঠতম বৃষ্টি বলয় এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়। আগামী ১৬ জুন উপকূলীয় এলাকা দিয়ে দেশে প্রবেশ করে এটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ত্যাগ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় সব বিভাগে বৃষ্টিপাত হবে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে এর প্রভাব বেশি থাকবে। তবে খুলনা ও রাজশাহী বিভাগেও রিমঝিমের সক্রিয়তা থাকবে।

বিডব্লিউওটির মতে, এই বৃষ্টির ফলে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হবে এবং গরম থেকে স্বস্তি মিলবে। তবে বিপদের আশঙ্কাও রয়েছে। কারণ সিলেট, চট্টগ্রাম এবং রংপুর বিভাগের নিচু এলাকাগুলোতে অতি বৃষ্টির ফলে বন্যা দেখা দিতে পারে।

তবে ভালো খবর হচ্ছে, কোনো বড় ধরনের ঝড় বা কালবৈশাখীর সম্ভাবনা নেই। তবে বজ্রপাত কিছুটা বেশি হতে পারে এবং উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি সাগর উত্তাল থাকতে পারে বলে জানানো হয়েছে।

এই ‘রিমঝিম’ বৃষ্টিবলয় শুধু তাপপ্রবাহ প্রশমনে সাহায্য করবে না, বরং কৃষি ও পরিবেশের জন্যও আশীর্বাদ হিসেবে দেখা যেতে পারে। তবে নিচু এলাকাগুলোর মানুষদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

মতামত দিন