হোম

দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট ॥ আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল আকারে অবস্থান করছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাবে না।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টানা বৃষ্টির প্রবণতা চলমান থাকায় উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তাই এসব অঞ্চলে বসবাসরত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন