হোম

দেশজুড়ে ডেঙ্গুর তাণ্ডব, গত ২৪ ঘণ্টায় ছয় প্রাণহানি

ডেস্ক রিপোর্ট ॥ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন ১ হাজার ৪৬ জন। চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গুর মৌসুমে যথাযথ সতর্কতা না নিলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

ডেঙ্গুর সাধারণ উপসর্গ হিসেবে লালা, জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথার কথা উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে—এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া জরুরি। এ ছাড়া ঘরে ও আশপাশে পানি জমে থাকা স্থানগুলো পরিষ্কার রাখা, মশার প্রজনন নিয়ন্ত্রণ করা এবং মশার ফাঁদ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে অতিরিক্ত বেড ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় ও জেলা হাসপাতালগুলোতেও প্রস্তুতি জোরদার করা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাদের মতে, নাগরিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই ডেঙ্গু মোকাবিলা করা যাবে।

মতামত দিন