দাবিতে জয়ী জবি শিক্ষার্থীরা, সম্মতি মিললো সরকারের
ডেস্ক রিপোর্ট ॥ তিনদিনের লাগাতার আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি জানান, সরকার শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি মেনে নিয়েছে এবং বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।শিক্ষার্থীদের মূল দাবির মধ্যে ছিল ৭০ শতাংশ আবাসন ভাতা চালু, নির্ধারিত বাজেট বরাদ্দ নিশ্চিত করা এবং চলমান প্রকল্পসমূহকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়ন করা। এই দাবিগুলো নিয়ে একটি প্রতিনিধিদল ইউজিসির সঙ্গে বৈঠক করলেও প্রথমে কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ চরমে ওঠে।
১৪ মে শুরু হওয়া ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা পাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে শিক্ষার্থীরা গণঅনশনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করে। কাকরাইল মোড়ে চলমান এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যালামনাই সদস্যদেরও অংশগ্রহণ ছিল।
আন্দোলনের অন্যতম সংগঠক মাহতাব লিমন জানান, সরকারের আশ্বাসে তারা আপাতত আন্দোলন স্থগিত করছেন, তবে বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন।
আন্দোলনস্থলে শুক্রবার সন্ধ্যায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় স্বস্তি ও বিজয়ের অনুভব। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইউজিসি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও সচেতন আন্দোলনের প্রশংসা করেছে। এই ঐতিহাসিক অর্জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মত দিয়েছেন অনেকেই।
মতামত দিন