হোম

ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার খুন, উপাচার্য পদত্যাগের দাবি

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য, যিনি হল শাখা ছাত্রদলের নেতাও ছিলেন, মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে উপাচার্য ও প্রক্টরের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছেন।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হামলার ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

নিহতের বড় ভাই শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন এবং পুলিশ জানিয়েছে, হত্যায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। তবে আটকদের কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন