ডিইউজে সদস্যপদ হারালেন ফজলু-মোরশেদ
ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে সদস্যপদ হারিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত মোঃ ফজলুল হক ও মোরশেদুর রহমান। সংগঠনের শৃঙ্খলাভঙ্গ, সুনামহানি এবং সংগঠনের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান গ্রহণসহ বিভিন্ন অভিযোগে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। গত ২৩ এপ্রিল ডিইউজের নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সদস্যপদ বাতিলের আগে ৫ এপ্রিল ২০২৫ তারিখে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। ওই নোটিশে অভিযোগ করা হয়, বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদ ডিইউজের মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে যেসব এখতিয়ারবহির্ভূত কার্যকলাপে লিপ্ত রয়েছেন, তার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ফজলুল হক ও মোরশেদুর রহমান। এই সমর্থনের মাধ্যমে তারা ডিইউজের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন বলে অভিযোগে বলা হয়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, এমডি মাহবুব মোর্শেদ ডিইউজেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে এবং একটি বিশেষ রাজনৈতিক দলের লেজুড় হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্কিত পোস্ট দিয়েছেন। এছাড়া পুলিশের মাধ্যমে ডিইউজের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টাও করেন তিনি। এই বেআইনি কর্মকাণ্ডে ফজলুল হক ও মোরশেদুর রহমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে ডিইউজের দাবি।
প্রসঙ্গত, ফজলুল হক বর্তমানে বাসসের ব্যবস্থাপনা সম্পাদক এবং মোরশেদুর রহমান প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ডিইউজের দাবি, এই দুটি পদে তাদের পদায়ন করা হয় নিয়মবহির্ভূতভাবে। সংস্থার চাকরিবিধি লঙ্ঘন করে এমডি মাহবুব মোর্শেদ তাদের এসব পদে নিয়োগ দেন এবং এর জন্য বাসস পরিচালনা বোর্ডের কোনো অনুমোদন গ্রহণ করা হয়নি।
মতামত দিন