হোম

ডাকসু নির্বাচন: ভোটারদের ৪১ ভোট দিতে হবে, কেন্দ্র ৮টি

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন নতুন মাত্রা যোগ করেছে ব্যালটের আকার ও ভোট সংখ্যায়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আটটি নির্ধারিত কেন্দ্রে।

এবার ডাকসুতে ২৮টি পদে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। পাঁচ পৃষ্ঠার বিশাল ব্যালটে ভোট দিতে হবে শিক্ষার্থীদের। অপরদিকে ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। এর ফলে একজন ভোটারকে ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে হবে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।

ভোটগ্রহণ কেন্দ্রগুলো হলো—কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ। প্রতিটি হলে নির্দিষ্ট কক্ষ নির্ধারণ করা হয়েছে।

অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে ভোট দেওয়ার এই পদ্ধতি ভোট গণনা সহজ ও স্বচ্ছ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শিক্ষার্থীদের মধ্যে ব্যালটের জটিলতা সামলানো নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচন সবসময়ই ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু। তাই নির্বাচন ঘিরে শিক্ষার্থীরা যেমন উৎসাহী, তেমনি শৃঙ্খলা রক্ষা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মতামত দিন