হোম

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন বিকল্প পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করেন।

নির্দেশনায় আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন যাত্রী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

উল্লেখ্য, বহু বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চার এই প্রক্রিয়ায় অংশ নিতে উচ্ছ্বাস প্রকাশ করলেও, সম্ভাব্য ভিড় ও নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ডিএমটিসিএল জানিয়েছে, নির্বাচন চলাকালীন সময়ে যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য অতিরিক্ত গাইডলাইন এবং নোটিশ জারি করা হবে। একই সঙ্গে নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পুনরায় চালু করা হবে।

পরিস্থিতি বিবেচনায় যাত্রীরা বিকল্প রুট ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আগামী বুধবার থেকে স্বাভাবিক নিয়মে মেট্রোরেল স্টেশন চালু হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন