হোম

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মনোনয়ন ফরম উৎসব, শেষ দিনে বিক্রি ৫৬৫

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে ৫৬৫টি ফরম বিক্রি হয়েছে। সোমবার বিকেলে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা তিনি এখন জানাতে পারছেন না।

ডাকসু নির্বাচনে ২৮টি পদে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছিল। আজ ৪৪২টি ফরম বিক্রি হয়। আগামী মঙ্গলবার ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপর যাচাইবাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

হল সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে মোট ১২২৬টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। ফরম সংগ্রহের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এই কার্যক্রম ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলে।

ছাত্র সমাজে নির্বাচনের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। প্রার্থীরা তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। হলগুলোতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ফরম সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের মত প্রকাশ ও নেতৃত্বের সুযোগ পাবে।

মতামত দিন