হোম

ট্রাইব্যুনাল রায় বহালে আজহারের আপিলের শুনানি চলছে

ডেস্ক রিপোর্ট ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হওয়ায় মামলাটি নতুন মোড় নিচ্ছে। ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে তাকে আপিলের অনুমতি দেয়, যা এ ধরনের মামলায় বিরল একটি দৃষ্টান্ত।

২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারের বিরুদ্ধে ছয়টি অভিযোগে রায় দেয়। এর মধ্যে ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেগুলোর মধ্যে ছিল হত্যা, গণহত্যা এবং অগ্নিসংযোগ। ৫ নম্বর অভিযোগে ২৫ বছরের এবং ৬ নম্বরে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আপিল বিভাগ ২০১৯ সালের রায়ে ৫ নম্বর অভিযোগ থেকে খালাস দেয় এবং অন্য দণ্ড বহাল রাখে।

আজহারুল ইসলামের পক্ষে শুনানিতে অংশ নিয়েছেন আইনজীবী শিশির মনির। আদালতের নির্দেশ অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়া হয়, এবং প্রসিকিউশন পক্ষও তাদের সারসংক্ষেপ জমা দিয়েছে।

এই শুনানি শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই মামলার আপিলের ফলাফল সবার নজর কাড়ছে।

মতামত দিন