হোম

জাতীয় ঈদগাহসহ রাজধানীতে কোথায় কখন ঈদ জামাত

ডেস্ক রিপোর্ট ॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই জামাতগুলো যথানিয়মে সকাল ৭টা থেকে শুরু হয়ে শেষ জামাত পর্যন্ত চলবে সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত।

প্রথম জামাতে ইমামতি করবেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী। দ্বিতীয় জামাতে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। এরপর তৃতীয় জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক মুশতাক আহমদ।

চতুর্থ জামাত পরিচালনা করবেন মুফতি মো. আব্দুল্লাহ এবং পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিটি জামাতেই পর্যাপ্ত জায়গা, পানি ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ভোর থেকে নিরাপত্তা বাহিনী ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবে মুসল্লিদের সহযোগিতায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবার দুটি জামাত অনুষ্ঠিত হবে—সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মাঠ ও মসজিদেও জামাতের ব্যবস্থা করা হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

রাজধানীজুড়ে ঈদুল আজহার জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে শতাধিক ঈদগাহ ও এক হাজারের বেশি মসজিদে। প্রতিটি স্থানে নির্দিষ্ট ইমাম, স্থান ও সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্নে ও স্বস্তিতে ঈদের নামাজ আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ও ঢাকা মহানগর প্রশাসন।

মতামত দিন