জাকসু নির্বাচন: গণনা চলছে ধীরগতিতে, এখনো বাকি ৯টি হল
ডেস্ক রিপোর্ট ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২১টি কেন্দ্রে ২২৪টি বুথে ভোট নেওয়া হয়। টানা আট ঘণ্টার ভোট শেষে এখন চলছে গণনার কাজ।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল পর্যন্ত ১২টি আবাসিক হলের ভোটগণনা শেষ হয়েছে। বাকি ৯টির গণনা চলছে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। কমিশনের এক সদস্য জানান, সিনেট ভবনে দুটি টেবিলে একসঙ্গে গণনা হচ্ছে। তবে শিক্ষক ও কর্মকর্তারা সারাদিন দায়িত্ব পালনের পর ক্লান্ত থাকায় গণনা কিছুটা ধীরগতিতে হচ্ছে।
জাকসুর ২৫টি পদের জন্য ১৭৭ জন এবং ২১টি হল সংসদের ৩১৫টি পদের জন্য ৪৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে মোট ৪০টি ভোট দিতে হয়েছে।
ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ১১ হাজার ৮০৫ জন। তার মধ্যে ভোট পড়েছে আট হাজার ১৬টি। গড় ভোটের হার দাঁড়িয়েছে ৬৭.৯ শতাংশ। সর্বোচ্চ ভোটের হার ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে (৮১.৪৩ শতাংশ), আর সর্বনিম্ন নওয়াব ফয়জুন্নেসা হলে (৪৮.৯৩ শতাংশ)।
যদিও পাঁচটি প্যানেল অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছে, তবে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রেখেছে। এগুলো হলো—শিক্ষার্থী ঐক্য ফোরাম, সমন্বিত শিক্ষার্থী জোট ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন।
উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “পরিবেশ আমাদের প্রত্যাশা অনুযায়ী ছিল। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার বাইরে ভোট স্বাভাবিকভাবে হয়েছে।”
মতামত দিন