হোম

চার দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মঙ্গলবার মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, মমতাজ বেগমের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. সাগর নামের এক ছাত্রের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুরুতর আহত সাগর পরে হাসপাতালে মারা যান। এই ঘটনায় নিহতের মা মোসা. বিউটি আক্তার ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এই তালিকায় ৪৯ নম্বর আসামি। আরও ২৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।

মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে পরপর দু'বার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

তদন্তকারী কর্মকর্তা জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মমতাজ বেগমের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। এই মামলায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করাও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে, এলাকাবাসীরা জানান, ঘটনার দিন মিরপুর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং ঘটনার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহত সাগরের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছেন এবং তাঁরা আশা করছেন, এই মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে তা নিশ্চিত হবে।

মতামত দিন