হোম

একদিকে বজ্রবৃষ্টির শান্তি, অন্যদিকে খরার হাহাকার

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের আবহাওয়া আজ দুই মেরুতে বিভক্ত। একদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের মানুষ উপভোগ করছেন ‘ঝংকার’-এর শান্তিময় বৃষ্টি, অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকায় বইছে খরার দাহ।

আজ রবিবার সক্রিয় হয়েছে বৃষ্টিবলয় ঝংকার, যার প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে শুরু হয়েছে একের পর এক কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি। দিনভর বৃষ্টি ও তীব্র বজ্রপাত ময়মনসিংহ-সিলেট এলাকায় জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করলেও প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি স্বস্তিও এনেছে অনেকের কাছে।

অপরদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাংশে এখনো তেমন কোনো বৃষ্টির চিহ্ন নেই। খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে মাঠে চিরচেনা ফাটল, খালের তলায় পানি নেই, এবং কৃষকরা পানির জন্য উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই অঞ্চলে ঝংকারের প্রভাব কিছুটা বিলম্বে পৌঁছাবে। আগামী এক-দুই দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই তীব্র খরার অবসান ঘটছে না।

চট্টগ্রামের কিছু অংশে, যেমন ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি অঞ্চলেও শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আজ রাতের মধ্যেই রংপুর, ঢাকা ও রাজশাহীর কিছু অংশে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, এই বৈচিত্র্যময় আবহাওয়া চলতি সপ্তাহজুড়েই থাকতে পারে। মানুষের জীবনযাত্রা ও কৃষিকাজে এর বড় প্রভাব পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন