ঈদের দিন শুষ্ক, কিছু এলাকায় হালকা বৃষ্টি: আবহাওয়া দপ্তর
ডেস্ক রিপোর্ট ॥ দের দিন সারাদেশে আবহাওয়ার বড় পরিবর্তন না থাকলেও কিছু অঞ্চলে বৃষ্টির আভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (৭ জুন) ঈদের দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে অল্প পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি বেশি হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ঈদের পরবর্তী পাঁচদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, এবার বর্ষা মৌসুম স্বাভাবিক সময়ের তুলনায় এক সপ্তাহ আগে শুরু হয়েছে। এর ফলে জুনের শুরুতেই দেশে বেশ কয়েকদিন ভারি বর্ষণ হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, মে মাসে সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয় (২৯৮ মিলিমিটার), এবার তা হয়েছে ৪৮৬ মিলিমিটার। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৬৩ শতাংশ বেশি।
আবহাওয়াবিদরা আরও জানান, এই মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
জনসাধারণকে হালকা গরম ও আর্দ্রতা সহনীয়ভাবে মোকাবেলার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদের দিন যারা বাইরে বের হবেন, তাদের হালকা পোশাক ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া নিয়ে সাময়িক অস্বস্তি থাকলেও, বড় ধরনের দুর্যোগের কোনো শঙ্কা নেই বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
মতামত দিন