ঈদের আগে স্বর্ণের বাজার চড়া, কত বাড়ল দাম
ডেস্ক রিপোর্ট ॥ ২০২৪ সালে দেশের স্বর্ণবাজারে দামের যে অস্থিরতা চলছে, তা ঈদের আগেও আবারও প্রমাণিত হলো। সর্বশেষ ঘোষণায় বাজুস ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা মূল্যবৃদ্ধির কথা জানিয়েছে।এই পরিবর্তনের ফলে এখন এক ভরি ভালো মানের স্বর্ণের দাম দাঁড়ালো ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন ভোক্তারা।
সোনার দামের এই অস্থিরতা নতুন নয়। বাজুসের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৩৭ বার সোনার দাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বেড়েছে এবং মাত্র ১২ বার কমেছে। আর ২০২৩ সালে পুরো বছরজুড়ে ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘন ঘন মূল্য পরিবর্তন বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। বিশেষ করে যারা বিয়ের মৌসুম বা ধর্মীয় উৎসব উপলক্ষে স্বর্ণ কিনতে চান, তারা বাজেট পরিকল্পনায় হিমশিম খাচ্ছেন।
স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমার কথা বলা হলেও ঈদকে ঘিরে দামের ঊর্ধ্বগতি প্রকৃতপক্ষে সরবরাহ-চাহিদা ও ব্যবসায়ীদের আগাম সুবিধা গ্রহণের চিত্রই স্পষ্ট করছে।
মতামত দিন