হোম

ইশরাকের মেয়র পদ আটকে যাচ্ছে আদালতে! সিদ্ধান্ত কাল

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে আদেশের জন্য বুধবার (২১ মে) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

মঙ্গলবার দুপুর ১টা থেকে শুরু হয়ে প্রথম দফায় শুনানি চলে ২টা পর্যন্ত। পরে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় সোয়া ৫টা পর্যন্ত চলে দ্বিতীয় দফার শুনানি। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

আইনজীবী মোহাম্মদ হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ‘বিভ্রান্তিকর’ কিছু দিক তুলে ধরে রুল জারির অনুরোধ জানান। অন্যদিকে, ইশরাকের আইনজীবীরা বলেন, রায়ে আপত্তি থাকলে মামলার বিবাদী— অর্থাৎ শেখ ফজলে নূর তাপস— আপিল ট্রাইব্যুনালে যেতে পারেন। কিন্তু যে কেউ রিট করে হাইকোর্টে এই বিষয়ে প্রশ্ন তুলতে পারেন না, ফলে রিটটি খারিজযোগ্য।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় সোয়া চার লাখ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন পান দুই লাখ ৩৬ হাজার ভোট। ফল গেজেট আকারে প্রকাশ হয় ২ ফেব্রুয়ারি।

তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ২০২০ সালের ৩ মার্চ ফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর মেয়রদের অপসারণ করে নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া তখন দায়িত্ব পালন করছিলেন।

পরবর্তীতে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করে এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেয়। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। এরপর ইশরাককে মেয়র ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দুই ব্যক্তি রিট দায়ের করেন এবং হাইকোর্টে রিটের শুনানি হয়।

মতামত দিন