ইতিহাস গড়তে যাচ্ছে এনটিআরসিএ, আসছে বিশাল নিয়োগ
ডেস্ক রিপোর্ট ॥ দেশজুড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে এনটিআরসিএ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে। টেকনিক্যাল কোনো জটিলতা না থাকলে ১৭ জুন, সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং আবেদন শুরু হবে ২২ জুন থেকে।প্রস্তুত খসড়া অনুযায়ী, এবারের গণবিজ্ঞপ্তিতে ১ লাখের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানে পদগুলো চাহিদার ভিত্তিতে নির্ধারিত হয়েছে।
যদিও এই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। নিবন্ধনপ্রাপ্ত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর, এবং নিবন্ধন সনদ সর্বোচ্চ ৩ বছরের মধ্যে প্রাপ্ত হতে হবে। এই দুটি শর্ত অনেক নিবন্ধনধারী প্রার্থীকে বাইরে রেখে দিচ্ছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।
তবে এনটিআরসিএ বলছে, তাদের হাতে কোনো সুযোগ নেই নীতিমালার বাইরে যাওয়ার। এনটিআরসিএ সচিব বলেন, “আমরা শুধু সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করছি, বয়স ও যোগ্যতার বিষয়টি সেখানেই নির্ধারিত।”
এনটিআরসিএ’র নিজস্ব আইটি সফটওয়্যারে আবেদন গ্রহণ, যোগ্যতা যাচাই ও সুপারিশের কাজ হবে স্বয়ংক্রিয়ভাবে, যাতে কোনোরকম অনিয়ম বা পক্ষপাতের সুযোগ না থাকে। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে www.ntrca.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
বেসরকারি শিক্ষা নিয়োগে এই গণবিজ্ঞপ্তি শিক্ষাখাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।
মতামত দিন