ইতিহাসের সর্বোচ্চ, স্বর্ণ ছুঁলো নতুন শিখর
ডেস্ক রিপোর্ট ॥ দেশের বাজারে আবারও রেকর্ড ছাড়িয়ে গেছে স্বর্ণের দাম। এক লাফে ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৯ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন দাম আগামীকাল রোববার (২০ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে। এর ফলে ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। দেশের ইতিহাসে এর আগে কখনও স্বর্ণের দাম এত উচ্চতায় পৌঁছায়নি। আগের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি দেশের স্থানীয় বাজারেও তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। তারা আরও জানিয়েছে, দাম সমন্বয় করার সময় আন্তর্জাতিক বাজার, স্থানীয় চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি মাথায় রাখা হয়।
স্বর্ণের দামের এ ঊর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই বিয়ে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান উপলক্ষে স্বর্ণ কেনার পরিকল্পনা থেকে সরে আসছেন। বিক্রেতারা বলছেন, দাম বেড়ে যাওয়ায় বিক্রির হার কমে গেছে, অনেকেই অগ্রীম বুকিং বাতিল করছেন।
অপরদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।
স্বর্ণের বাজারে বারবার এই দামের উত্থান সাধারণ মধ্যবিত্তদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রেতা ও বিক্রেতা উভয়েই আশা করছেন, ভবিষ্যতে স্বর্ণের দামে স্থিতিশীলতা ফিরে আসবে।
মতামত দিন