হোম

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলমান গুম-খুনের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগ গ্রহণ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে গুম ও খুনের যে ধারাবাহিক চিত্র দীর্ঘদিন ধরে চলছে, তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা যায়।” তিনি জানান, এসব অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহায়তা চাওয়া হয়েছে। তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম ও খুনে জড়িত সব ব্যক্তির বিচার দাবি করে সালাহউদ্দিন বলেন, “গুম কোনো একক রাজনৈতিক ঘটনা নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” তিনি সরকারকে এ বিষয়ে নির্লিপ্ত বলেও কড়া ভাষায় সমালোচনা করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “যারা গুমের সঙ্গে জড়িত হয়ে ধরা পড়েছেন, তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। যারা এখনো পলাতক, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।”

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন জানান, ২০১৫ সালের ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে সশস্ত্র ব্যক্তি তুলে নিয়ে যায়। তাদের কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এসেছিল বলে তিনি দাবি করেন। এরপর ৬১ দিন তিনি অজ্ঞাত স্থানে বন্দি ছিলেন এবং পরে তাকে একটি বিদেশি দেশে পাচার করা হয়।

এই ৬১ দিনের অভিজ্ঞতা ছিল তার জীবনের সবচেয়ে দুঃসহ সময়। তিনি জানান, এই সময়ের বিস্তারিত বিবরণ, তার অবস্থান ও অভিজ্ঞতা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। তার ভাষায়, “এই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে গুমের সংস্কৃতি নির্মূল করা এখন সময়ের দাবি।”

সালাহউদ্দিন বলেন, “এটি শুধু সরকারের দায়িত্ব নয়, রাষ্ট্রের প্রতিটি স্তরের দায়িত্ব। একটি স্বাধীন ও মানবিক রাষ্ট্র হিসেবে আমাদের সকলকে একযোগে কাজ করে এই কলঙ্কজনক অধ্যায়ের ইতি টানতে হবে।”

মতামত দিন