আইনজীবী ফোরামে সদস্য সচিব নির্বাচিত হওয়ায় গাজী তৌহিদুল ইসলামকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এবং বরগুনার আমতলী উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাঁকে ঢাকাস্থ আমতলী-তালতলী জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কবির হোসেন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আসাদুল করিম শাহীন।
বক্তারা গাজী তৌহিদুল ইসলামের আইন পেশা ও রাজনীতিতে নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করে বলেন, “যুব আইনজীবীদের মধ্যে গাজী তৌহিদুল ইসলাম একটি প্রেরণার নাম। তার নেতৃত্বে আইনজীবী ফোরামে নবজাগরণ আসবে।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমি এই সম্মান ও আস্থার জন্য কৃতজ্ঞ। দেশের গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি।”
মতামত দিন