রাজনীতি

“নির্বাচন যেন বিভ্রান্তির প্রতীক” মন্তব্য রিজভীর

ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির মুখপাত্র অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকারের মধ্যেও ‘চিরস্থায়ী ক্ষমতার’ প্রবণতা প্রবেশ করছে, যা অতীতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার শাসনকেও সংজ্ঞায়িত করেছিল।

রোববার (৮ জুন) রাজধানীর নয়া পল্টনে জাতীয়তাবাদী ভ্যান শ্রমিক ও রিকশা শ্রমিক দলের খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী প্রশ্ন তোলেন, এপ্রিল মাসে নির্বাচন করার প্রস্তাবের যৌক্তিকতা কোথায়? এ সময় থাকে তীব্র গ্রীষ্ম, ঝড়-বৃষ্টি ও রমজান মাস। একই সময় অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা। “রোজা রেখে কীভাবে নির্বাচনী প্রচারণা চালাবে মানুষ?” – প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে করে, আর গণতন্ত্রকে ‘সিন্দুকবন্দি’ করে রেখেছে। তিনি দাবি করেন, বিগত ১৫-১৬ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এর প্রতিবাদ করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন।

রিজভী আরও বলেন, “গণতন্ত্রের মূল উপাদান নির্বাচন, কিন্তু বাংলাদেশে সেটিই আজ সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অবস্থান এবং বক্তব্য বিভ্রান্তিকর।”

প্রধান উপদেষ্টার জাপানে গিয়ে নির্বাচন ইস্যুতে দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “তিনি কীভাবে বলেন যে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না? তিনি নিশ্চয়ই জানেন কে কতটা জনপ্রিয়। তাহলে এমন দায়িত্বজ্ঞানহীন কথা বলেন কীভাবে?”

তিনি জানান, অনেক রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। তার ভাষায়, “ডিসেম্বরই নির্বাচনের উপযুক্ত সময়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. জাহিদুল কবির, নির্বাহী সদস্য মাহবুব ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন আহ্বায়ক জহির রায়হান এবং পরিচালনায় ছিলেন আফজাল হোসেন। সার্বিকভাবে দেখভাল করেন সংগঠনের নেতা আরিফুর রহমান তুষার।

মতামত দিন