‘আমরা বিএনপি পরিবার’-এর নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
ডেস্ক রিপোর্ট ॥ শহীদ পরিবারের কাছ থেকে টাকা দাবি করছে প্রতারক চক্র— এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কড়া সতর্কবার্তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি বা তাদের কোনো অঙ্গসংগঠন কখনও শহীদ পরিবারের কাছে অর্থ দাবি করে না। তাই এমন প্রলোভনে পড়লে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করার পরামর্শ দেওয়া হয়েছে।সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা শহীদ পরিবারের উদ্দেশ্যে ফোন করে আর্থিক সহায়তার নামে টাকা দাবি করছে। এর মাধ্যমে তারা বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-কে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়, প্রতারক চক্রটি ০১৭১৪-৬৬৮০০১ নাম্বার ব্যবহার করে ভুয়া দাবি করছে। সংগঠনটি এ ধরনের যেকোনো দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করতে এবং দ্রুত সদস্য সচিব বা অন্য কোনো সদস্যকে অবহিত করার আহ্বান জানায়।
‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে জানানো হয়, শহীদ পরিবারের পাশে থেকে বিএনপি সবসময় আন্তরিক সহযোগিতা করেছে। তারা শুধু অতীতে নয়, বর্তমানেও এবং ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকবে।
এছাড়া প্রতারকদের এসব কর্মকাণ্ড রোধ করতে সংগঠনের কর্মীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে, প্রতারণামূলক যেকোনো প্রচেষ্টা যাতে ব্যর্থ হয় সে বিষয়ে একযোগে সজাগ থাকতে।
মতামত দিন