সুষ্ঠু ভোটে বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভিডিও কনফারেন্সে জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রতিপক্ষকে সতর্ক করে বলেন, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করতে হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন শর্তের বেড়াজালে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা হচ্ছে।তারেক রহমান বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আনার কথা বললেও রাজনৈতিক পক্ষগুলো নানা শর্ত ও প্রস্তাবনা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যেতে পারে, এজন্য ‘পলাতক স্বৈরাচার’ ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, যারা বিএনপির বিজয় ঠেকাতে শর্ত আরোপ করছে, তাদেরকে রাজনীতির মাধ্যমে মোকাবিলা করতে হবে। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক সৌন্দর্য বজায় থাকে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমস্যা সমাধান সম্ভব।
তারেক রহমান সতর্ক করে বলেন, নির্বাচনের আগে পরিস্থিতি জটিল করার চেষ্টা করলে গণতান্ত্রিক শক্তির বিরোধ ‘পলাতক স্বৈরাচার’কে সুযোগ দিতে পারে। এছাড়া তিনি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন যেন ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়।
উল্লেখ্য, তারেক রহমানের বক্তব্যে বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি এবং সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বের প্রতি জোর দেওয়া হয়েছে। তিনি দলের প্রতি সমর্থন ও সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
মতামত দিন