রাজনীতি

শ্বশুরকে বিচারক হিসেবে নিয়োগ, যোগ্যতা ব্যাখ্যা করলেন সারজিস

ডেস্ক রিপোর্ট॥ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। এই নিয়োগের খবর প্রকাশিত হওয়া মাত্রই ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে এটি ব্যাপকভাবে শেয়ার করা হয়।

সারজিস আলম পোস্টে ব্যাখ্যা দিয়েছেন, লুৎফর রহমান ঢাকায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে LLB ও LLM শেষ করে ১৯৯৮ সালে আইনজীবী হিসেবে পেশাদার জীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। এছাড়া তিনি বাংলাদেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি জানান, তার শ্বশুর ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল’-এর সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করে বাছাই হয়ে অতিরিক্ত বিচারক হয়েছেন। সারজিস বলেন, শ্বশুরের যোগ্যতা ও অভিজ্ঞতা উপেক্ষা করে ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা অনুচিত।

সরকার সোমবার (২৫ আগস্ট) রাতে ২৫ জন অতিরিক্ত বিচারকের নিয়োগ প্রজ্ঞাপন জারি করে। তাদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা রয়েছেন। লুৎফর রহমান এই তালিকায় আছেন এবং শপথ গ্রহণ করেছেন মঙ্গলবার (২৬ আগস্ট)।

সুপ্রিম কোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দেশের গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্ব পালন করেছেন। এই নিয়োগকে ক্রীড়া ও সামাজিক অঙ্গনে সুনির্দিষ্ট যোগ্যতা ও দক্ষতার পরিচয় হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন