রাজনীতি

শেখ হাসিনা-ইনুর ফোনালাপ ফাঁসে নতুন বিতর্ক, বাড়ছে জল্পনা

ডেস্ক রিপোর্ট ॥ গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর তার একাধিক ফোনালাপ প্রকাশ পেতে শুরু করেছে। এর মধ্যে সর্বশেষ আলোচিত অডিও রেকর্ডটি ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাঁচ মিনিট ৩৪ সেকেন্ডের সেই অডিও প্রকাশ করেন, যেখানে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন ধরা পড়ে।

অডিওতে শোনা যায়, ইনু শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন, তার নেওয়া সিদ্ধান্ত যথাযথ হয়েছে। পাশাপাশি তিনি পরামর্শ দেন, যত দ্রুত সম্ভব বিরোধীদের গ্রেফতার করতে হবে যাতে আর কোনো মিছিল বা আন্দোলন গড়ে না ওঠে। শেখ হাসিনা এতে সম্মতি জানিয়ে বলেন, তারা রণক্ষেত্রের সাথী। আলোচনার এক পর্যায়ে ইনু ইন্টারনেট চালুর পরামর্শ দেন, যা সংবাদ প্রচার ও রাজনৈতিক কৌশলে কাজে লাগতে পারে। তবে শেখ হাসিনা জানান, সেই সময়ে ইন্টারনেট অবকাঠামো ভেঙে পড়ায় তা সম্ভব ছিল না।

অডিওর আরেকটি গুরুত্বপূর্ণ অংশে জামায়াত-শিবির প্রসঙ্গ উঠে আসে। ইনু বলেন, শিবির আবারও এক্সপোজড হয়েছে এবং সুযোগ এলে তাদের দমন করা উচিত। শেখ হাসিনা এই প্রস্তাবে সায় দিয়ে জানান, এতদিন তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সবই সঠিক ছিল।

বিশ্লেষকরা মনে করছেন, এই ফাঁস হওয়া অডিও শুধু অতীতের রাজনৈতিক পরিস্থিতি বোঝাতেই নয়, বর্তমান প্রেক্ষাপটে নতুন প্রশ্ন ও বিতর্ক তৈরি করছে। এর আগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এখন পর্যন্ত তার অর্ধডজনের বেশি অডিও ফাঁস হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই অডিও নিয়ে তুমুল আলোচনা চলছে। রাজনৈতিক দল ও সাধারণ মানুষও নানা মতামত প্রকাশ করছে। পর্যবেক্ষকরা বলছেন, ভবিষ্যতে আরও ফোনালাপ প্রকাশ হলে তা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

মতামত দিন