রাজনীতি

শাহবাগে ছাত্র-জনতার ঢল, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই

ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর শাহবাগ মোড় শনিবার বিকেলে পরিণত হয় আওয়ামী লীগবিরোধী গণজমায়েতের কেন্দ্রস্থলে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সহ বিভিন্ন সংগঠন এবং ছাত্র-জনতার অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘোষিত সময় বিকেল ৩টার কিছু পর, ৪টার দিকে শাহবাগ মোড়ে জমায়েত শুরু হয়। এর আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল করে সমবেত হন বিক্ষোভকারীরা। মিছিল, স্লোগান ও পথ অবরোধে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে শাহবাগ এলাকা।

বিকেল সাড়ে ৩টার দিকে উপস্থিত হন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং শিবির নেতা সিবগাতুল্লাহ। তাদের উপস্থিতিতে জনসমাগম আরও বেড়ে যায় এবং সড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

এনসিপির দাবি, আওয়ামী লীগ গণহত্যা, গুম ও দমননীতির মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এর বিরুদ্ধে সাংগঠনিক ও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার রাত থেকে গুলশানে ‘যমুনা’ নামক একটি বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে এনসিপি। সেখান থেকেই শুক্রবার সকালে শাহবাগ কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তার আহ্বানে সাড়া দিয়ে হাজারো মানুষ শাহবাগে জমায়েত হয়।

বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়ে বিক্ষোভকারীরা এবং আওয়ামী লীগবিরোধী স্লোগানে মুখর করে তোলে গোটা এলাকা। প্রাথমিকভাবে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মতামত দিন