রোজা-গ্রীষ্ম-পরীক্ষা, নির্বাচন এপ্রিল নয়—বিএনপি স্পষ্ট
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনকে ‘অযৌক্তিক ও জনআকাঙ্ক্ষাবিরোধী’ হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার পবিত্র ঈদুল আজহার দিনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে সরকারের ঘোষিত রোডম্যাপ প্রসঙ্গে প্রশ্ন তুলেন এবং এটিকে “রাজনৈতিক দূরদর্শিতার অভাব” বলেও মন্তব্য করেন তিনি।ফখরুল বলেন, “এপ্রিল মাসে রমজান, তীব্র গ্রীষ্ম এবং পাবলিক পরীক্ষা—এই তিনটি বড় বাস্তবতা রয়েছে। ফলে এ সময় নির্বাচন আয়োজন জনগণের অংশগ্রহণ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।” তাঁর মতে, ডিসেম্বর মাসের আবহাওয়া এবং জাতীয় পরীক্ষার চাপমুক্ত পরিবেশের কারণে সেটাই হবে নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তিনি আরও বলেন, “দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, আর তা এপ্রিল নয়, ডিসেম্বরেই হতে পারে।”
এদিন বিএনপির সিনিয়র নেতারা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা এবং কেন্দ্রীয় নেতা-কর্মীরা। তাঁরা সবাই অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে সংশয় প্রকাশ করেন এবং এ বিষয়ে স্পষ্টভাবে সমালোচনামূলক বক্তব্য দেন।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দেন যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পরই বিএনপি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। তারা মনে করছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্ত দেশের বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রতিফলন নয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “নিরপেক্ষ সরকারের ধারণা প্রশ্নবিদ্ধ হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্তে নির্বাচনের নিরপেক্ষতা নিয়েই জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।” শুক্রবার রাত ৯টা থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ইস্যুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যেখানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অধিকাংশ নেতার মত ছিল, নির্বাচন নিরপেক্ষ করতে হলে সময় ও পদ্ধতির ক্ষেত্রে সবার মতামতের প্রতিফলন ঘটাতে হবে।
বিএনপি আবারও দাবি করেছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সমতল মাঠ, নিরপেক্ষ তত্ত্বাবধান এবং সময়োপযোগী রোডম্যাপ অপরিহার্য। দলটি স্পষ্টভাবে জানিয়েছে, জনগণের আস্থা অর্জনে সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
মতামত দিন