রাজনীতি

বেসরকারি ১৯ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা, সংগঠনে নতুন গতি

ডেস্ক রিপোর্ট ॥ ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় নতুন প্রাণ ফিরিয়ে আনতে ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন কমিটি ঘোষণা করেছে। এসব কমিটিতে ছাত্রদের পাশাপাশি নারী নেতৃত্বও গুরুত্ব পেয়েছে, যা বর্তমান সময়ের রাজনৈতিক চেতনায় নতুন মাত্রা যোগ করেছে।

বুধবার (১১ জুন) ছাত্রদলের শাখা সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো ঘোষণা করা হয়।

কমিটিতে স্থান পেয়েছে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহ, যেমন: ব্র্যাক, আহসানউল্লাহ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সাউথইস্ট, বিজিএমইএ, প্রাইম এশিয়া, প্রেসিডেন্সি, নর্দান, বাংলাদেশ ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, সিটি ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইত্যাদি।

ছাত্রদল জানায়, রাজনৈতিক চর্চার পরিধি বাড়াতে ও সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে প্রতিটি কমিটিতে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের ভিত্তিতে পদ দেওয়া হয়েছে।

বিভিন্ন ইউনিভার্সিটির কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বশীল পদে নিয়োগপ্রাপ্ত নেতারা ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হয়েছেন। এছাড়া নারী নেত্রীদের উপস্থিতি এসব কমিটিকে আরও গতিশীল ও আধুনিক করে তুলবে বলে মনে করছে দলটির কেন্দ্রীয় শাখা।

বিশ্লেষকরা বলছেন, ছাত্র রাজনীতির গতি ও প্রবাহ বজায় রাখতে এ ধরনের সুপরিকল্পিত কাঠামো গুরুত্বপূর্ণ। ছাত্রদলের এমন উদ্যোগ আগামীর নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

মতামত দিন