বিভ্রান্তিকর গুজব রুখতে সতর্কবার্তা বিএনপির মহাসচিবের
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি রাজধানীর উত্তরা ও পুরান ঢাকায় খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার একটি খাল পরিষ্কারকরণ কার্যক্রম উদ্বোধনকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দলের মধ্যে ঐক্য অটুট। তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ঐক্য আছে এবং সেই ঐক্য নিয়ে আমরা জয় অর্জন করব ইনশাআল্লাহ।”মির্জা ফখরুল সতর্ক করেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নেতা হিসেবে দায়িত্ব নিতে হবে এবং কোনো গোলযোগ সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, “বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয়। কোথাও যেন বিএনপির বদনাম না আসে।”
তিনি পুলিশের প্রতি আহ্বান জানান, অতীতে খারাপ আচরণ থেকে শিক্ষা নিয়ে জনগণের পাশে থাকুন। “যদি সিদা হয়ে জনগণের সঙ্গে থাকেন, তাহলে সবাই আপনাদের ভালোবাসবে।”
এ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পুরান ঢাকায় মানিক নগরের খাল পরিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, র্যালি না করে সাধারণ পোশাক পরিধান করে খাল পরিচ্ছন্নতায় অংশ নেওয়াই সেরা। তিনি জানান, স্যুট-কোট পরিধান করে কেউ কাজ করতে পারবে না, পায়জামা বা হাফ-প্যান্ট পরে সবার সঙ্গে পরিচ্ছন্নতায় অংশ নিতে হবে।
এই কর্মসূচি নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন জনদূর্ভোগ কমানোর উদ্দেশ্যেও নেওয়া হয়েছে। উভয় উদ্যোগে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন