বিএনপি চায় রাজনৈতিক রঙ ছাড়া ন্যায় প্রতিষ্ঠা: সালাউদ্দিন আহমদ
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গুলশানের চাঁদাবাজি ঘটনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা দ্রুত তদন্ত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকলে তা গোপন রাখা উচিত নয়। জনগণের আস্থা বজায় রাখতে হলে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন জরুরি।সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যদি তদন্ত না করা হয়, তাহলে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে সংশয় তৈরি হবে, যা রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি স্পষ্ট করেন, এই ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকা উচিত। যারা নির্বাচনের প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করবে বা বয়কটের পথে হাঁটবে, তারা জাতীয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা হারাবে।
প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে অপু দাবি করেন, ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে একজন উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ ও আলোচনা হয়েছে।
ঘটনার পর বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, স্বীকারোক্তিমূলক বক্তব্যটি জোরপূর্বক আদায় করা হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনের মাধ্যমে। তার এই অভিযোগের পরই বিষয়টি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, যদি উপদেষ্টাদের কারও সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকে, তা অবশ্যই প্রমাণ সাপেক্ষে জনগণের সামনে তুলে ধরতে হবে। একইসঙ্গে যাদের নাম আসছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি মনে করান, স্বচ্ছ তদন্ত ছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যমূলক অপপ্রচার বাড়বে, যা নির্বাচনী পরিবেশের জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, বিএনপি চায়, এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক রঙ লাগুক না। সত্য যেন সবার সামনে উন্মুক্ত হয় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়। সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতামত দিন