রাজনীতি

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: দাবি হাসনাত আব্দুল্লাহর

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, বর্তমানে বিএনপিসহ সব রাজনৈতিক দলের কার্যক্রমই আওয়ামী লীগের অর্থনির্ভর হয়ে পড়েছে। শুক্রবার (১৬ মে) কুমিল্লার শহীদ ও বীর সন্তানদের সম্মানে অনুষ্ঠিত জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, “আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু তাদের অর্থনৈতিক কাঠামো এখনো অক্ষত। কুমিল্লাসহ দেশের অনেক উপজেলায় আওয়ামী লীগের অর্থেই বিএনপির রাজনীতি চলছে।” বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের শত্রু ভাববেন না। এটা আপনাদের ভালোর জন্য বলছি।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অর্থনীতি রেখে কখনো ভালো নির্বাচন সম্ভব না। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। মানবিক করিডোর ও দ্বিতীয় ট্রাইব্যুনাল নিয়ে সরকারকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “তদবির বাণিজ্যে যুক্ত হবেন না। সংস্কার নিয়ে কথা বলুন, নিরাপত্তা বাহিনীর কাজে হস্তক্ষেপ নয়।”

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হাসনাত বলেন, “আগামী ২৬ দিনের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না আসে, আমরা আবার রাস্তায় নামবো। কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি মানতে হবে।”

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, “আমরা যখন দেই, উজাড় করে দেই। কিন্তু আওয়ামী লীগ আবার ফিরলে কুমিল্লাকে আলাদা রাজ্য করে দেবে, কারণ এই অঞ্চল শেখ হাসিনা ও তার বাবার দুঃস্বপ্নের জায়গা।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির নেতা-কর্মী ও শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় ও সম্মাননা প্রদান করা হয়।

মতামত দিন