ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলবিরোধী আহ্বান তারেকের
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক বসতি সম্প্রসারণ পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ চিরতরে রুদ্ধ করছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।তারেক রহমান লিখেন, বিশ্বব্যাপী বাংলাদেশিরা ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছে এবং আগামীতেও তারা নিপীড়িত মানুষের পাশে থাকবে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “এটি শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং পরিকল্পিত গণহত্যা এবং জাতিগত নির্মূল।”
তিনি আরও বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত আগ্রাসন কেবল ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের নীতি মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ফেলছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত।
তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোরভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রতি অনুরোধ করেন যেন গাজায় ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে দ্রুত স্বীকৃতি দেওয়া হয় এবং ন্যায়বিচার নিশ্চিত করা হয়।
মতামত দিন