প্রশাসনের পক্ষপাতের অভিযোগে জাবি নির্বাচন বর্জন ছাত্রদল
ডেস্ক রিপোর্ট ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বেলা পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতারা।ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ মোটেও সুষ্ঠু নয়। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, প্রার্থীদের হয়রানি এবং প্রচার কার্যক্রমে নানা প্রতিবন্ধকতার কারণে তারা ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তাদের দাবি, এ অবস্থায় অংশগ্রহণ করলে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নির্বাচন পরিচালনা কমিটি ও প্রশাসনের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। স্বচ্ছ পরিবেশ না থাকায় ভোটারদের জন্যও আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিলে তা কেবলমাত্র বৈধতা দেওয়ার মতো কাজ হবে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
তারা আরও উল্লেখ করেন, ছাত্রদল সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। তবে সেই চর্চা অবাধ ও নিরপেক্ষ না হলে তাদের অংশগ্রহণের কোনো মানে হয় না। তাই বাধ্য হয়েই তারা নির্বাচন বর্জনের পথ বেছে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা প্রশাসনের প্রতি অভিযোগ তুলে বলেন, নির্বাচনের আগে বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তুললেও তা বাস্তবায়িত হয়নি। বরং নানা চাপ সৃষ্টি করে ছাত্রদলের কার্যক্রম সীমিত করার চেষ্টা হয়েছে।
তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন ছাত্রসংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হয়। তখনই শিক্ষার্থীরা আস্থা ফিরে পাবে এবং গণতান্ত্রিক চর্চা জোরদার হবে।
শেষে ছাত্রদল নেতারা সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পক্ষকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
মতামত দিন