রাজনীতি

পাকিস্তানকে ১৯৭১ গণহত্যার দায়ে ক্ষমা চাওয়ার দাবি সরকারের

ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে বাংলাদেশ অতীতের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের ওপর জোর দিয়েছে।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের পক্ষ থেকে দুঃখপ্রকাশ ও ক্ষমা চাওয়ার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়তে হলে অতীতের কিছু বিষয় এখনো মীমাংসা হওয়া বাকি। এই বিষয়গুলোর সমাধান ছাড়া সম্পর্কের ভিত্তি দৃঢ় হবে না।”

এছাড়াও আলোচনায় উঠে আসে বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব সময়ের আর্থিক সম্পদের বিষয়টি। সে সময়ের ৪২০ কোটি ডলার ফেরত চেয়ে পাকিস্তানের প্রতি আহ্বান জানায় ঢাকা। পাকিস্তান এ বিষয়ে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে বলেও জানান জসীম উদ্দিন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, পরিবহন, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলাপ হয়। উভয় দেশই কূটনৈতিক সম্পর্কের বাইরেও পারস্পরিক বাণিজ্য জোরদারে আগ্রহ প্রকাশ করে। নতুন বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখা এবং পণ্যের বিনিময়ে বাণিজ্য বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, “নাইস।”

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনতে পারে। তবে তারা সতর্ক করে বলেন, অতীতের অনিশ্চয়তা এবং আস্থার সংকট না কাটালে সম্পর্ক উন্নয়ন স্বল্পস্থায়ী হতে পারে।

মতামত দিন